পোস্টাল ব্যালটে গণভোটও দেবেন প্রবাসীরা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে সংস্থাটি জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের জন্যও গণভোটের নিবন্ধন এবং ভোট প্রদান—দুটোই হবে সদ্য উদ্বোধন হওয়া 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে। এই গণভোটের জন্য আলাদা ব্যালট থাকবে। ডাকযোগেই ব্যালটটি ভোটারের কাছে যাবে। এতে খরচ বেশি বাড়বে না।
'পোস্টাল ভোট বিডি' অ্যাপ উদ্বোধনের পর গত দুই দিনে বিশ্বের তিনটি অঞ্চল—পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৩৭টি দেশে বসবাসরত চার হাজারের বেশি বাংলাদেশি নাগরিক ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এদের মধ্যে তিন হাজার ৯৮১ জন পুরুষ ও ২৬০ জন নারী।
তিন মাসে ইসি তার নিজস্ব জনবল দিয়েই এই অ্যাপটি তৈরি করেছে। এতে খরচ হয়েছে ৪৮ কোটি টাকা। গত বুধবার 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এ সময় তিনি বলেন, বর্তমানে এক কোটি ৩০ লাখ বাংলাদেশি প্রবাসে বসবাস করছেন, যারা আগে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এই উদ্যোগ তাদের সেই ভোটাধিকারের বঞ্চনা দূর করেছে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।