আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই : গোলাম পরওয়ার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ২২:৩৩
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না। এটি ডাহা মিথ্যা কথা। তবে হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কোন পথে চলতে হবে এবং আল্লাহর রাসুল (স.) যেটা শিখিয়েছেন, সেই পথটা আমরা দেখিয়ে দিই।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি ঘোষণা করুক আগামী নির্বাচনে আমরা জিতলে কোরআনের আইন জারি করবো, তাহলে আমরা কালকে থেকে বিএনপি করবো। তারা বলুক, আমরা যদি জিতে যাই কোরআন শরিয়ার আইন জারি করবো, আমরা তোমারে ভোট দেব।