মিস ইউনিভার্স মঞ্চে ফিলিস্তিনের সুন্দরী নাদিনের পোশাক ভাইরাল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৯:২১

থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বুধবার অনুষ্ঠিত হলো দীর্ঘ প্রতীক্ষিত ন্যাশনাল কস্টিউম শো। সারাবিশ্বের প্রতিযোগীরা জমকালো পোশাকে রং ছড়ালেও ফিলিস্তিনের নাদিন আইয়ুব বেছে নিলেন নিজের মাটির গল্প বহন করা বিশেষ এক পোশাক।


ফিলিস্তিনি ডিজাইনার নাভিন এলকাদির তৈরি একটি আইভরি রঙের গাউন পরেছিলেন আইয়ুব। তার ভাষ্য অনুযায়ী, এই পোশাক ‘প্রজন্মের ইতিহাস ধারণ করে’। গাউনের নির্মল আইভরি রং পবিত্রতার প্রতীক, আর গলার অংশ, হেমলাইন এবং কাঁধজুড়ে থাকা সবুজ–সোনালি সূচিকর্ম প্রতিনিধিত্ব করে ফিলিস্তিনের গ্রামসমূহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও