একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে আইফোনে
অবশেষে আইফোন ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। খুব শিগগিরই আইওএস-এ একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। জনপ্রিয় সোর্স ওয়েবিটাইনফো জানিয়েছে, টেস্টফ্লাইট বিটা ভার্সনের নতুন আপডেটে এই ফিচারটি দেখা গেছে।
বিটা আপডেট পাওয়া ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ সেটিংসে ‘অ্যাকাউন্ট লিস্ট’ নামে একটি নতুন অপশন দেখতে পাচ্ছেন। আবার কারো ক্ষেত্রে এটি কিউআর কোড আইকনের পাশেও দেখা যাচ্ছে। এখান থেকেই সহজে নতুন কোনো নম্বর যোগ করে অতিরিক্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। এজন্য আলাদা ফোন বা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না।
অ্যান্ড্রয়েডে ২০২৩ সালের শেষ দিকেই হোয়াটসঅ্যাপ মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার চালু করেছিল। তবে আইফোনে ফিচারটি আনতে বেশ দেরি হয়ে গেছে। অবশেষে সেই অপেক্ষা শেষ হচ্ছে।
নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা খুব সহজেই প্রাইমারি অ্যাকাউন্ট পরিবর্তন না করেই সেকেন্ডারি অ্যাকাউন্টে যেতে পারবেন। বারবার লগ আউট করা বা অ্যাপ রিস্টার্ট করার ঝামেলাও থাকবে না। ‘অ্যাকাউন্ট লিস্ট’ থেকে সরাসরি সুইচ করা যাবে, এমনকি সেটিংস ট্যাবে ডাবল ট্যাপ করলেও অ্যাকাউন্ট বদলে যাবে।