You have reached your daily news limit

Please log in to continue


মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাত, আটকে পড়া পর্বতারোহীদের সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

দেশের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর একটিতে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ইন্দোনেশীয় কর্তৃপক্ষ ৯০০-র বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার তারা আটকে পড়া ১৭০ পর্বতারোহীর নিরাপদ প্রত্যাবর্তনে ব্যবস্থাও নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাভা দ্বীপে অবস্থিত সেমেরুতে বুধবার ১০ বার অগ্ন্যুৎপাতে বিপুল পরিমাণ ছাই উদ্‌গীরণের পাশাপাশি লাভা ও পাথর ১৩ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছায়, সেখানে সতর্কর্তার মাত্রা এখনও সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পর্বতারোহীরা রাতভর ওই আগ্নেয়গিরির পাদদেশে একটি হ্রদের ধারে ক্যাম্পিং এলাকায় আটকে পড়েছিলেন, এখন তাদেরকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে, বলেছেন সেমেরু ন্যাশনাল পার্কের কর্মকর্তা সেপ্তি ওয়ারধানি।

“সকল পর্বতারোহী ও তাদের গাইডরা নিরাপদে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে,” রয়টার্সকে এমনটাই বলেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন