৮৭ বছর বয়সেও চালাচ্ছেন স্কুটি

প্রথম আলো গুজরাট প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:১৮

বয়স যে শুধুই একটি সংখ্যা, এবার তার প্রমাণ দিলেন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বাসিন্দা মন্দাকিনী শাহ। মন্দাকিনীর বয়স ৮৭ বছর। এই বয়সেও তিনি বোনকে নিয়ে আহমেদাবাদের সড়কে স্কুটি চালিয়ে বেড়ান।


সম্প্রতি দুই বোনের স্কুটি চালিয়ে যাওয়ার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়। এই বয়সেও স্কুটি চালিয়ে চলাফেরা করা মন্দাকিনী দেশের বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।


এই বৃদ্ধা হিউম্যানস অব বোম্বেকে বলেন, তিনি ছোট বোন উষাকে খুবই ভালোবাসেন। উষাকে সঙ্গে নিয়ে নিজের বিশ্বস্ত স্কুটিতে চড়ে অভিযানে বেরিয়ে পড়া তাঁর জন্য দারুণ আনন্দের কাজ।


লোকজন যখন মন্দাকিনীকে প্রশ্ন করেন, ৮৭ বছর বয়সে এসেও তিনি কেন স্কুটি চালাচ্ছেন? তিনি খুব সাধারণভাবে জবাব দেন, ‘ কেন নয়?’


মন্দাকিনী আরও বলেন, তিনি ৬২ বছর বয়সে স্কুটি চালানো শিখেছেন। তাঁর কাছে নিজের স্বাধীনতা সব সময়ই মূল্যবান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও