রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০০:৫০
রাজধানীর পল্লবী থানার সামনে নাশকতাকারীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। তার নাম মো. নুর ইসলাম।
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পল্লবী থানা-সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং থানার গেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণে সেখানে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই নুর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ককটেল বিস্ফোরণ