নারী ক্রিকেটারদের কী শেখাচ্ছে বিসিবি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৩৭

নারী ক্রিকেটারদের জন্য মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মতে সচেতনতা তৈরি ও তাঁদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতেই মূলত বোর্ডের এই আয়োজন। নারী ক্রিকেটারদের পাশাপাশি বিসিবির ম্যানেজমেন্টদের জন্য ছিল এই ব্যবস্থা।


লিঙ্গ সংবেদনশীলতা ট্রেনিং প্রোগ্রাম নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারসহ ৫১ ক্রিকেটার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। জাতিসংঘের নারী কর্মকর্তা ও জাতিসংঘ স্বীকৃত বাংলাদেশি ট্রেনাররা বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য এই অনুষ্ঠান পরিচালনা করছেন। বিসিবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এই ট্রেনিংয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছে। বিকেলে ৪৯ সেকেন্ডের যে ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা গেছে, দুই শিক্ষিকা প্রজেক্টরের মাধ্যমে নারী ক্রিকেটারদের ক্লাস নিচ্ছেন। জ্যোতি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তাররা মনোযোগ দিয়ে শুনছেন। কোনো প্রশ্ন থাকলে সেটা শুনে নিচ্ছেন। দেড় ঘণ্টা হয়েছে এই সেশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও