সামাজিক মাধ্যমে চোরাই ভিডিও শনাক্তে নতুন টুল আনল মেটা
ফেইসবুক ও ইনস্টাগ্রামে দীর্ঘদিন ধরে ক্রিয়েটররা অভিযোগ করে আসছেন অনেক অ্যাকাউন্ট তাদের ভিডিও অনুমতি ছাড়াই ব্যবহার করছে। এই সমস্যা কমাতে মেটা এখন একটি নতুন টুল চালু করেছে, এটি ক্রিয়েটরদের আরও সহজে বুঝতে দেবে কোন অ্যাকাউন্ট তাদের ভিডিও বার বার পোস্ট করেছে।
নতুন এই ফিচারের নাম ‘কনটেন্ট প্রটেকশন’। এটি একজন ক্রিয়েটরের অরিজিনাল রিল পুরোটা বা আংশিকভাবে অন্য কোনো অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে কি না তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
যারা এই সিস্টেমে যুক্ত থাকবেন তারা দেখতে পাবেন কোন কোন অ্যাকাউন্ট তাদের কনটেন্ট শেয়ার করেছে এবং সেসব ভিডিও নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া যাবে।
ক্রিয়েটরদের কাছে তিনটি অপশন থাকবে। প্রথমত ‘ট্র্যাক’, এখানে ক্রিয়েটর তার ভিডিওর ওপর একটি লেবেল বসাতে পারবেন যাতে উল্লেখ থাকবে যে ক্লিপটি আসলে তার অ্যাকাউন্ট থেকে এসেছে। এতে ভিউ সংখ্যাও দেখা যাবে।
দ্বিতীয় ‘ব্লক’ অপশনে পুরো ভিডিও ব্লক করে দেওয়া যাবে। ফলে অন্য কেউ এটি দেখতে পারবে না। তবে মেটা বলছে, ব্লক করলেও ভিডিও চুরি করা অ্যাকাউন্টের ওপর বাড়তি কোনো শাস্তি দেওয়া হবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন টুল
- কনটেন্ট ক্রিয়েটর
- ফেসবুক