ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমসহ বিশ্বের বহু ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ২১:২৭

বিশ্বব্যাপী ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ও কনটেন্ট ডেলিভারির সেবা প্রদানকারী বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে। এর ফলে সারা বিশ্বের বহু ওয়েবসাইট, নিউজ পোর্টাল ও এ ধরনের মাধ্যমগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।


আজ মঙ্গলবার সন্ধ্যার পর বিশ্বজুড়ে এ বিপর্যয় ঘটে। দেশি-বিদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার), চলচ্চিত্র পর্যালোচনাভিত্তিক সাইট লেটারবক্সসহ অসংখ্য সাইটে তখন প্রবেশ করা যায়নি। ব্যবহারকারীরা এসব সাইটে ঢুকতে গেলে একটি বার্তা দেখতে পান। যাতে উল্লেখ করা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা (খোলা) সম্ভব হচ্ছে না।


একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটগুলোতে সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চমাত্রার ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গ্রাহকের কাছে দ্রুত কনটেন্ট পৌঁছে দেওয়াসহ নানা গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। যেহেতু বিশ্বব্যাপী চালু থাকা ওয়েবসাইটগুলোর একটি বিশাল অংশ এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, তাই তাদের সিস্টেমে সামান্য ত্রুটি হলেই একসঙ্গে অনেক ওয়েবসাইটে প্রভাব পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও