ব্যবসায়ীদের বিপুল ক্ষতি, বিমা দাবি ৬০০ কোটি ছাড়িয়েছে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে গত মাসের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬০০ কোটি টাকার বেশি বিমা দাবি জমা পড়েছে। বিমা কোম্পানিগুলো বলছে, এগুলো প্রাথমিক দাবি। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ক্ষতিপূরণ নির্ধারিত হবে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) তথ্য অনুযায়ী, ৪৪টি সাধারণ বিমা কোম্পানির (জীবন বিমা বাদে) কাছে মোট ৬০৮ কোটি ৯৪ লক্ষ টাকার দাবি জমা পড়েছে। শুধু প্রাইম ইন্স্যুরেন্স এখনো তাদের তথ্য দেয়নি বলে জানান সংগঠনের সচিব মো. ওমর ফারুক।
বিআইএর ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান বলেন, এগুলো প্রথম ধাপের দাবি। বিমা নীতিতে বিভিন্ন শর্ত থাকে, তাই যাচাই শেষে ক্ষতির অঙ্ক কিছুটা বদলাতে পারে।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) অগ্নিকাণ্ডের পরপরই প্রাথমিকভাবে জানিয়েছিল, গত ১৮ অক্টোবর বিমানবন্দরের ওই অগ্নিকাণ্ডে তৈরি পোশাক খাতের প্রায় ৯৭ কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে।
একইসময়ে ফার্মাসিউটিক্যাল শিল্প খাত-সংশ্লিষ্টরাও জানিয়েছে, কাঁচামাল ধ্বংস হওয়ায় তাদের ক্ষতি ৪ হাজার কোটি টাকার মতো হতে পারে।