থাইল্যান্ডের রেস্তোরাঁয় ঘুরে বেড়াচ্ছে মাছ

প্রথম আলো থাইল্যান্ড প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৩:০৩

থাইল্যান্ডের মধ্যাঞ্চলের একটি সাধারণ মানের রেস্তোরাঁ হঠাৎ করেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেছে। ওই রেস্তোরাঁয় খাবার খেতে রীতিমতো লাইন পড়ে যায়। অতিথিরা খেতে এসে একের পর এক ছবি তোলেন, ভিডিও করেন। ওই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর সেগুলো ভাইরাল হয়ে যায়। রেস্তোরাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়।


থাই ওই রেস্তোরাঁর হঠাৎ জনপ্রিয়তা বৃদ্ধির কারণ মাছ। তবে সেটা কিন্তু তাদের মেন্যুতে থাকা কোনো মাছের রেসিপি নয়, বরং জীবন্ত মাছ। যেসব মাছ রেস্তোরাঁর মেঝেতে সাঁতরে বেড়ায়, মাঝেমধ্যে অতিথিদের পায়ে সুড়সুড়ি দিয়ে যায়।


রেস্তোরাঁটি রাজধানী ব্যাংকক থেকে ৩০ কিলোমিটার দূরে থাইল্যান্ডের নাখন পাথম প্রদেশে অবস্থিত, নাম ‘পা জিত’। রেস্তোরাঁর পাশের একটি নদীতে পানি বৃদ্ধি পেয়ে আশপাশের এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি ওই রেস্তোরাঁর ভেতরেও ঢুকে পড়েছে। আর বন্যার পানির সঙ্গে ভেসে আসছে নানা প্রজাতির, নানা রঙের মাছ।


নদীর পাড়ের ওই রেস্তোরাঁর বয়স ৩০ বছরের বেশি, মালিকের নাম পর্নকমল প্রাংপ্রেমপ্রি চার বছর আগে প্রথমবার যখন রেস্তোরাঁটি বন্যার পানিতে ভেসে গিয়েছিল, তখন তাঁর খুবই মন খারাপ হয়েছিল।


পর্নকমল বলেন, ‘আমার মনে হয়েছিল, নিশ্চয়ই আর কোনো অতিথি আমার এখানে খেতে আসবেন না। কিন্তু একজন অতিথি এখানে খেতে এসে মেঝেতে জীবন্ত মাছ ঘোরাঘুরি করার ছবি তুলে তা অনলাইনে পোস্ট করেন। তারপরই অনেক মানুষ এখানে খেতে আসতে শুরু করেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে