You have reached your daily news limit

Please log in to continue


২০২৫ সালের শেষ দিনগুলোয় নিজেকে বদলাতে যে চর্চা করতে পারেন

নতুন বছরের শুরুতে নতুন প্রতিজ্ঞা নিয়ে জীবন শুরু করতে চান অনেকেই। ‘নিউ ইয়ার রেজল্যুশন’-এর এই ধারণা বেশ জনপ্রিয়। তবে বছরের শেষ দিনগুলোতেও নতুনভাবে সাজানো যেতে পারে নিজের জীবন। তাতে নতুন বছরটা শুরুই করতে পারবেন ভিন্ন এক রূপে। ২০২৫ সাল শেষ হওয়ার আগে হাতে সময় আছে ছয় সপ্তাহের একটু বেশি। জেনে নিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এ সময়ে কী কী করতে পারেন।

লক্ষ্য ঠিক করুন

২০২৬ সালের শুরুতে নিজেকে কেমন দেখতে চান, তা ঠিক করুন। নিজের ‘উন্নত ভার্সন’ হয়ে ওঠার লক্ষ্য নির্ধারণ করুন। আপনার আচরণের কোন দিকগুলো বদলাতে পারেন, কোন দিকগুলো আরেকটু সুন্দর হতে পারে, তা ভেবে দেখুন। লক্ষ্য যা–ই হোক, তা নির্ধারণ হয়ে গেলে সেই মতো অভ্যাস গড়ে তোলা সহজ।

২০২৫ নিয়েও ভাবুন

বছরের যেসব দিন কেটে গেছে, সেসব নিয়ে ভাবুন। নিজের ভুলগুলো স্বীকার করুন অন্তত নিজের কাছে। শুধরে নেওয়ার জন্য কী করতে পারেন, সেটাও ভাবুন। সুন্দর মুহূর্তগুলোর কথাও মনে করুন। তেমন মুহূর্ত কীভাবে ফিরে আসতে পারে বারবার, সেই পরিকল্পনাও করতে পারেন।

বাস করুন বর্তমানে

অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলবেন না। বরং বর্তমানকে উপভোগ করুন। সহজভাবে গ্রহণ করুন বাস্তবতাকে। যেখানেই থাকুন, নিজের উপস্থিতিকে করে তুলুন অনন্য। থাকুন সপ্রতিভ।

রোজ একটা বিশেষ কিছু করুন

প্রতিটি দিনই বিশেষ করে তুলতে পারেন আপনি। ছোট্ট একটা ভালো কাজ করতে পারেন রোজ। তাতে জীবন হয়ে উঠবে অর্থবহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন