শেখ হাসিনার প্রাণদণ্ড, আওয়ামী লীগের সামনে কী?
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর একই অপরাধে সেই আদালতেই মৃত্যুদণ্ড হল সাবেক প্রধানমন্ত্রীর।
তুমুল আন্দোলনের মুখে সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার এই দণ্ড তার দল আওয়ামী লীগকে পাঁচ দশক পর আবার বিপর্যয়ের কিনারায় এনে দাঁড় করিয়েছে।
পঁচাত্তরে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগে ভাঙন ধরলেও তখন নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি।
এবার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ ও তার সব সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, নির্বাচনের পথও বন্ধ হয়ে গেছে নিবন্ধেন স্থগিত করায়।
ফলে আওয়ামী লীগ ভবিষ্যতে আর ঘুরে দাঁড়াতে পারবে কী না, নেতাকর্মীদের কী ধরনের পরিস্থিতির মুখে পড়তে হবে, সেসব বিষয় সামনে এসেছে।