শাকিবের পর তিশার লুক প্রকাশ

ডেইলি স্টার প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৭

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের পর 'সোলজার' সিনেমার নতুন লুক নিয়ে হাজির হয়েছেন নায়িকা তানজিন তিশা। সিনেমায় তাকে দেখা যাবে এক শক্তিশালী, নির্ভীক ও কৌশলী চরিত্রে।


নতুন পোস্টারে তাকে দেখা যায়, সাদা টপ ও ধূসর প্যান্টে, হাতে ক্যামেরা, মুখে অটল দৃঢ়তা। তার চারপাশে ভেসে বেড়ানো চেসের পিসগুলো যেন ইঙ্গিত দেয়—এ গল্প শুধু অ্যাকশন নয়, বুদ্ধিমত্তা ও কৌশলগত লড়াইয়েরও।


সাকিব ফাহাদ নির্মিত শাকিব–তানজিন তিশা অভিনীত 'সোলজার' সিনেমাটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তিশার নতুন লুক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং চরিত্রের দৃঢ়তা—সব মিলিয়ে সোলজারকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।


সোলজার একটি দেশপ্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এই সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ ও জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও