বিএসআরএম স্টিলের মুনাফা বেড়ে দ্বিগুণ
প্রথম আলো
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৬
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলের মুনাফা দ্বিগুণের বেশি বেড়েছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) কোম্পানিটির মুনাফা গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১২১ কোটি টাকায়। গত অর্থবছরের একই প্রান্তিকে যার পরিমাণ ছিল ৫৬ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে বিএসআরএম স্টিলের মুনাফা ৬৫ কোটি টাকা বা ১১৬ শতাংশ বেড়েছে। অর্থাৎ মুনাফা দ্বিগুণের বেশি বেড়েছে কোম্পানিটির।