রুনা লায়লা গল্প করবেন ‘চিরদিন আমি রবো’ অনুষ্ঠানে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:২৪
বাংলা, উর্দু, হিন্দি পাঞ্জাবিসহ ১৮টি ভাষায় দশ হাজারের বেশি গান করা কিংবদন্তী শিল্পী রুনা লায়লার ৭৩তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে অনুষ্ঠানের ডালি সাজিয়েছে বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল আই।
বিজ্ঞপ্তিতে চ্যানেল আই বলেছে, দিনভর রুনা লায়লাকে নিয়ে নানা অনুষ্ঠানের পাশাপাশি তাকেকে নিয়ে এদিন রাত ১০টা ২০ মিনিটে থাকছে একটি সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘চিরদিন আমি রবো’।
অনন্যা রুমার প্রযোজনায় রুনা লায়লার সাক্ষাৎকার নিয়েছেন সংগীতশিল্পী কোনাল, ঝিলিক এবং ইউসুফ।