অর্থ উপদেষ্টার নামে ভুয়া ভিডিও প্রচারিত হচ্ছে: অর্থ মন্ত্রণালয়
প্রথম আলো
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:১৪
স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচারের কাজে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে ভুয়া ভিডিও/নিউজ প্রচার করছে। ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আজ রোববার অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারণা করা হচ্ছে, ভিডিওটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে ভয়েস দেওয়ার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।