দুর্বল+দুর্বল=আরও দুর্বল, নাকি সবল ব্যাংক
শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয়। আবার দুই শূন্য মিললে যে শূন্যই হয়—এরশাদের সময় এ কথাটি অশ্লীল উপায়ে জনপ্রিয় করেছিলেন রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন। এবার কথাটি অর্থনীতিতে প্রয়োগ করা যাক। যেমন দুর্বল+দুর্বল=আরও দুর্বল।
এটি মূলত ব্যাংক একীভূত ও একত্রীকরণ (মার্জার অ্যান্ড অ্যাকুইজেশন) নিয়ে একটি গবেষণার ফলাফল। ১৯৯৭-৯৮ সালের পূর্ব এশীয় অর্থনৈতিক সংকটের সময় দুর্বল ব্যাংকগুলোর একীভূত করার নীতি আসলে কতটা কার্যকর ছিল, তা নিয়েই গবেষণাটি করেছিলেন কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসরের অ্যাকাউন্টিংয়ের শিক্ষক অধ্যাপক মাইকেল এস শিহ। গবেষণাটি দ্য কোয়ার্টারলি রিভিউ অব ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্স নামের জার্নালে প্রকাশিত হয়েছে।
অধ্যাপক শিহ ১৯৯৬-২০০১ সময়ে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডের ৫০টির বেশি ব্যাংকের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়েছিলেন, যখন দুই ব্যাংকের দেউলিয়া ঝুঁকি ৫০ শতাংশের বেশি, তখন তারা একীভূত হলে ঝুঁকি আরও বেড়ে যায়। অর্থাৎ দুই দুর্বল ব্যাংক মানেই হলো আরও দুর্বল ব্যাংক। একটি অসুস্থ ব্যাংক আরেকটি অসুস্থ ব্যাংকের হাতে সুস্থ হতে পারে না।
- ট্যাগ:
- মতামত
- ব্যাংকিং
- ব্যাংকিং খাত