ইকুয়েডরের সবচেয়ে ক্ষমতাধর ও সহিংস অপরাধচক্র লস লোবোসের প্রধান উইলমার জিওভান্নি চাভারিয়া ব্যারে (পিপো) স্পেনে গ্রেফতার হয়েছেন। রোববার এ ঘোষণা দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।
নিজের এক্স অ্যাকাউন্টে নোবোয়া লিখেছেন, আজ আমরা ‘পিপো’ চাভারিয়াকে আটক করেছি। তিনি এ অঞ্চলটির সবচেয়ে ওয়ান্টেড অপরাধী এবং লস লোবোসের শীর্ষ মাদক নেতা।