শ্রীলঙ্কাকে ধবলধোলাই করলো পাকিস্তান
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সহজেই শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। বোলারদের নৈপুণ্যের পর ২১১ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে টপকে গেছে স্বাগতিকরা। ফলে হোয়াটওয়াশ হতে হয়েছে শ্রীলঙ্কাকে। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে টানা দুই সিরিজেই জয়ের স্বাদ পেল পাকিস্তান।
রোববার (১৬ নভেম্বর) টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলাররা। তাতে ২১১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
পাকিস্তানের চার পেসার তুল নেন ৯ উইকেট। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। অধিনায়ক কুশল মেন্ডিস দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন। ৩২ রান আসে পাভান রত্নায়েকের ব্যাট থেকে। মাঝের ওভারে নামা ধসে ৪৫.২ ওভারেই হতে হয় অলআউট। সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। দুটি করে উইকেট পেয়েছেন হারিস রউফ ও ফয়সাল আকরাম। একটি করে শিকার করেন শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ