চালুর কয়েক মাস পরই ভেঙে পড়ল চীনের এই সেতু
আমেরিকানরা যখন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন শেষ হওয়র জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন ঠিক সেই সময়ই চীনে ঘটে যাওয়া এক দুর্ঘটনা সাময়িকভাবে খবরের শিরোনামে উঠে এল, যেখানে এক সেতু ধসের ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে সব সংবাদমাধ্যমে।
বছরের শুরুতে চালু হয়েছিল চীনের শুয়াংজিয়াংকো হংকি সেতুটি, যার একটি অংশ ১১ নভেম্বর ধসে পড়ে। সেতুটি সিচুয়ান প্রদেশ ও তিব্বতকে সংযুক্ত করা এক জাতীয় মহাসড়কের অংশ ছিল। সৌভাগ্যবশত ধসের সময় সেতুটি ফাঁকাই ছিল। ফলে সেতু ধসে হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার।
সেতু সংলগ্ন রাস্তা ও ঢালে ফাটল দেখে এক দিন আগেই এটি বন্ধ করেছিল কর্তৃপক্ষ। পুরো সেতুর দৈর্ঘ্য ছিল দুই হাজার ৪৮৭ ফুট এবং কয়েক সেকেন্ডের মধ্যে এর কিছু অংশ ধ্বংস পড়ে। হংকি সেতুটি ৩৯ কোটি ৯০ লাখ ডলার ব্যয়ে নির্মিত এক প্রকল্পের অংশ, যেটি তৈরিতে সময় লেগেছে ১৯ মাস।