চীনের উহানে চালু হয়েছে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবটের দোকান। চলতি সপ্তাহে উদ্বোধনের পর থেকেই ব্যাপক নজড় কেড়েছে ৭এস স্টোরটি। ইস্ট লেক হাই-টেক ডেভেলপমেন্ট জোনের অপটিকস ভ্যালি এলাকায় অবস্থিত এ স্টোরে বিভিন্ন ধরনের রোবট প্রদর্শিত হচ্ছে।
এর মধ্যে কেউ দু’পায়ে ভর করে হাঁটতে পারে, কেউ বক্সিং বা মার্শাল আর্ট অনুসরণ করতে পারে, আবার কেউ কুকুরের মতো চলাফেরা করতে পারে। রোবটগুলোর দাম ৭ হাজার ৯৯৯ ইউয়ান থেকে ৮ লাখ ইউয়ান পর্যন্ত (১ হাজার ১২৫ থেকে ১ লাখ ১২ হাজার ৪৭৪ ডলার)। স্টোরটি শুধু বিক্রয় কেন্দ্র নয়, যন্ত্রাংশ কেনা, সহায়তা, প্রশিক্ষণ ক্লাস সবকিছুই এখানে রয়েছে। খবর গিজচায়না