উচ্চ কোলেস্টেরল : নিয়মিত পরীক্ষাই ভরসা
বণিক বার্তা
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৪
উচ্চ কোলেস্টেরল এমন একটি সমস্যা, যার সাধারণত কোনো লক্ষণ থাকে না। শরীরের ভেতরে নীরবে বেড়ে উঠতে থাকে। যার কারণে এ ঝুঁকি সহজে মানুষ টেরই পায় না। ফলে অনেকেই জানতেই পারেন না যে তাদের কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে। রক্ত পরীক্ষা হচ্ছে কোলেস্টেরল যাচাই করার একমাত্র উপায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হলে শুরু থেকেই সতর্ক হতে হবে। এজন্যই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন শিশুদেরও নির্দিষ্ট বয়সে স্ক্রিনিংয়ের পরামর্শ দেয়। ৯ থেকে ১১ বছর বয়সে যেকোনো শিশুর অন্তত একবার কোলেস্টেরল পরীক্ষা করানো উচিত। যদি পরিবারে কারো উচ্চ কোলেস্টেরল, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে, তবে এই স্ক্রিনিং আরো আগে করা যেতে পারে। ডায়াবেটিস বা স্থূলতার মতো সমস্যা থাকলেও শিশুদের পরীক্ষা আগে করানো জরুরি।