হৃদরোগে কোলেস্টেরলের প্রভাব
বিশ্বের অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে হৃদরোগের হার বাড়ছে। হৃদরোগে আক্রান্তদের সবচেয়ে ভীতির কারণ হচ্ছে আকস্মিক মৃত্যু। বর্তমান বিজ্ঞানের এ যুগে এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার পরও এ হৃদরোগজনিত আকস্মিক মৃত্যু পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না। হৃদরোগের প্রধান কারণ হচ্ছে হৃদযন্ত্রের রক্তনালির গায়ে চর্বি জমা হওয়া। ফলে রক্তনালি ক্রমে সরু হতে থাকে, যাকে আমরা বলি রক্তনালির ব্লক। এতে হার্টে রক্ত সরবরাহে বিঘ্ন ঘটে এবং হার্ট অ্যাটাক ও এনজাইনা সৃষ্টি করে।
হৃদরোগের ঝুঁকিগুলো
হৃদরোগ হওয়ার পেছনে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি একত্রে কাজ করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, কোলেস্টেরল, জেনেটিক ফ্যাক্টর ইত্যাদিকে হৃদরোগের প্রধান ঝুঁকি হিসেবে গণ্য করা হয়। সব ঝুঁকির মধ্যে রক্তে উচ্চ কোলেস্টেরলের মাত্রাকে হৃদরোগের অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয়। কারণ রক্তনালির গায়ে কোলেস্টেরল সরাসরি জমা হয়ে রক্তনালি সরু করে হৃদরোগের সৃষ্টি করে।