পোস্টাল ভোটিং: নিবন্ধন করা যাবে কখন, জানা যাবে অ্যাপ থেকে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ২২:৪৭

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নিতে পুরো পৃথিবীকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নিবন্ধনের সময় বেঁধে দেবে নির্বাচন কমিশন।


পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন অ্যাপ চালু করলেই জানিয়ে দেওয়া হবে, কোন অঞ্চলে কোন তারিখ পর্যন্ত নিবন্ধন করা যাবে।


এবারের নির্বাচনে ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং’ এর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইসি।


আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন হবে; একই দিনে গণভোট আয়োজনের ঘোষণা এসেছে সরকারের তরফে। সেজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।


আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন অ্যাপ চালু হচ্ছে ১৮ নভেম্বর। নিবন্ধন, পোস্টাল ব্যালট আনা-নেওয়াসহ সার্বিক বিষয়ে কাজ করছে ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্প।


এ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিবন্ধনের জন্য বিভিন্ন দেশ, রিজিয়নকে ভাগ করে নিবন্ধনের সময় দেব। যেমন ধরুন, প্রথমে দক্ষিণ আমেরিকা, এশিয়ার কিছু অঞ্চল… এভাবে ভাগ করা হবে “


অঞ্চলভিত্তিক প্রবাসীদের নিবন্ধনের জন্য সময় দেওয়া হবে অন্তত পাঁচ দিন। কার কখন নিবন্ধন করতে হবে তা অ্যাপ ডাউনলোড করলেই জানা যাবে।


সালীম আহমাদ খান বলেন, “ধরেন যুক্তরাষ্ট্রে বসে উনি অ্যাপ ডাউনলোড করলেন। তখন দেখতে পারবেন উনার নিবন্ধন স্লট কবে। উনার জন্য পাঁচ দিনের স্লটটা কোন তারিখ থেকে কোন তারিখ… ডাউনলোড করার পর পরই দেখতে পাবেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও