শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে পান করুন ৫ পানীয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:৪২

রক্তে থাকা চর্বিজাতীয় উপাদান হলো কোলেস্টেরল, যার মধ্যে ভালো ও মন্দ—উভয় দিক আছে। যখন খারাপ কোলেস্টেরল (এলডিএল) বেড়ে যায়, তখন তা রক্তনালীতে রক্তপ্রবাহকে বাধা দেয়। এর ফলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়।


কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকেরা প্রতিদিনের খাদ্যতালিকায় যে ৫টি স্বাস্থ্যকর পানীয় রাখার পরামর্শ দিচ্ছেন, তা নিচে আলোচনা করা হলো:


গ্রিন টি : গ্রিন টি-তে থাকা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট (ফ্ল্যাভোনয়েডস) খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে সাহায্য করে। এটি শরীরের প্রদাহ কমায় এবং রক্তনালীতে কোলেস্টেরলের জমাট বাঁধা (প্লাক) দূর করতে পারে। হৃৎপিণ্ডের যত্নে চিনি ছাড়া প্রতিদিন এক কাপ গ্রিন টি পান করা খুব কার্যকর।


বেদানার রস : বেদানার রসে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট খারাপ কোলেস্টেরলকে জারণ (Oxidation) হতে বাধা দেয়। জারিত এলডিএল ধমনীর ভেতরে প্লাক তৈরি করে। বেদানার রস এটি প্রতিরোধ করে। তবে যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান বা যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে, তাদের বেদানার রস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


সয় মিল্ক (Soya Milk) : উদ্ভিজ্জ প্রোটিনযুক্ত সয় মিল্ক খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে এবং একই সঙ্গে ভালো কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতে সাহায্য করতে পারে। নিয়মিত সয় মিল্ক পান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও