অভিনেত্রী রচনার বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে পশ্চিমবঙ্গের টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় এসেছেন আফসার আলী মীর।
আনন্দবাজার লিখেছে, অনুষ্ঠানের ঝলক প্রকাশ্যে আসতেই প্রশ্নের ঝড় বইছে সোশাল মিডিয়ায়। সবার প্রশ্ন কেন এই পরিবর্তন।
গত দেড় দশক ধরে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনা করছেন রচনা। মাঝে কিছু দিনের জন্য সঞ্চালকের মুখ বদলালেও ফের রচনাকেই পাওয়া গেছে ওই ভূমিকায়।