You have reached your daily news limit

Please log in to continue


সকালে বাইক স্টার্ট নিতে সমস্যা? কয়েকটি কাজেই মিলবে সমাধান

সকালে বাইক নিয়ে বের হওয়ার সময় ইঞ্জিন স্টার্ট নিতে দেরি হচ্ছে? এই সমস্যাটি রাইডারদের কাছে এক বাড়তি ভোগান্তি। সকালে কাজে বা অফিসের দিকে যাওয়ার সময় যখন বাইকটি বারবার কিক বা সেলফ দেওয়ার পরও চালু হতে চায় না, তখন সময়মতো গন্তব্যে পৌঁছানো একরকম চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। মূলত আবহাওয়ার পরিবর্তন, বিশেষ করে শীতকালে তাপমাত্রা কমে গেলে অথবা দীর্ঘদিন বাইক অব্যবহৃত থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয়। তবে কিছু সহজ টিপস জানা থাকলে এই ভোগান্তি এড়ানো সম্ভব। 

মূলত কেন বাইক স্টার্ট নিতে সমস্যা হয়?

সকালে বাইক সহজে স্টার্ট না নেওয়ার পেছনে প্রধানত কয়েকটি সাধারণ কারিগরি কারণ দায়ী থাকে। এর মধ্যে অন্যতম হলো- ইঞ্জিন ঠান্ডা হয়ে যাওয়া; বিশেষত শীতকালে। দীর্ঘক্ষণ ইঞ্জিন বন্ধ থাকলে সেটি ঠান্ডা হয়ে যায়। ফলে ইঞ্জিন সচল হওয়ার জন্য প্রয়োজনীয় এয়ার-ফুয়েল মিশ্রণে উপযুক্ত ইগনিশন তাপমাত্রা তৈরি হতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন