শীত চলে এসেছে। সবাই ইতিমধ্যে আলমারি, ট্রাঙ্ক থেকে শীতের পোশাক ও লেপ-কম্বল বের করে ফেলেছেন। শীতে সহজেই শরীর আরামদায়ক রাখতে নরম কম্বলের জুড়ি মেলা ভার। তবে এই ভারী লেপ, কম্বল কেচে ফেলা খুব সহজ কথা নয়। তাই যদি আপনার কম্বলগুলোও খুব নোংরা হয়ে যায় এবং আপনি পানিতে না ধুয়েই পরিষ্কার করতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে নোংরা কম্বল সহজেই পরিষ্কার করা যায়। এর মাধ্যমে ধুলা সহজেই পরিষ্কার হয়। এর জন্য খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন নেই। এ ছাড়া নোংরা কম্বল ধোয়ার জন্য, আপনি বাজার থেকে ক্লিনিং স্প্রে-ও কিনে ব্যবহার করতে পারেন। নোংরা কম্বলে ক্লিনিং স্প্রে দিয়ে সহজেই পরিষ্কার করা যায়। পাশাপাশি শুকানোও কোনো ঝামেলা থাকে না।
এ ছাড়া দড়িতে ঝাঁকিয়ে কম্বল পরিষ্কার করতে পারেন। কম্বলের মধ্যে লুকিয়ে থাকা ময়লা বা ধুলা খুব সহজেই বের করে ফেলতে পারবেন। বেকিং সোডা ও শ্যাম্পু ব্যবহারেও কম্বলের নোংরা দূর হবে। কম্বল ব্যবহারে সুগন্ধ থাকবে এবং স্যাভলন ব্যবহারে জীবাণু মুক্ত হবে। প্রথমে হালকা গরম পানিতে এসব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। কম্বলে ব্রেকিং সোডা ছড়িয়ে দেওয়ার পর ভালো করে ঝেড়ে ফেলুন। পানিতে উপকরণ মেশানো হলে পরিষ্কার তোয়ালে ভিজিয়ে পানি নিংড়ে নিন। তারপর কম্বল একটি সমান জায়গায় পেতে, তার ওপর ভেজা তোয়ালে এদিক-ওদিক করে টেনে পরিষ্কার করে নিন। শীতকালে কম্বল ধোয়ার পর শুকানোর ক্ষেত্রে একটি বড় সমস্যা দেখা দেয়। কিন্তু এগুলো পরিষ্কার করার জন্য আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কম্বলের ওপর বেকিং সোডা ছিটিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন। এরপর, ব্রাশ দিয়ে আলতো করে কম্বলগুলো পরিষ্কার করুন। এটি কম্বলগুলোকে চকচকে এবং সতেজতা বজায় রাখবে।