ফিশিং সফটওয়্যার বিক্রির অভিযোগে চীনা হ্যাকারের বিরুদ্ধে গুগলের মামলা
বণিক বার্তা
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৫
চীনের একদল হ্যাকারের বিরুদ্ধে মামলা করেছে গুগল। টেক জায়ান্টটির অভিযোগ, দেশটির একটি গোষ্ঠী এমন সফটওয়্যার বিক্রি করছে যা অনলাইনে প্রতারণা চালাতে অপরাধীদের সহায়তা করছে। গুগলের তথ্যানুযায়ী এ সফটওয়্যারের মাধ্যমে এখন পর্যন্ত ১২১টি দেশের প্রায় ১০ লাখ মানুষ প্রতারণার শিকার হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দক্ষিণ জেলা আদালতে করা এ মামলায় গুগল জানিয়েছে, ‘লাইটহাউজ’ নামে একটি প্লাটফর্ম পরিচালনা করে হ্যাকাররা। এখানে মাসিক ফির বিনিময়ে অপরাধীদের ফিশিং সফটওয়্যার বা পরিষেবা সরবরাহ করা হয়। ক্ষতিকর এ সফটওয়্যার বিক্রি করা সবচেয়ে বড় টেলিগ্রাম চ্যানেলের এক অ্যাডমিনকেও চিহ্নিত করা হয়েছে, তবে তিনি কোনো জবাব দিতে রাজি হননি। খবর এফটি