নারীর কর্মসংস্থানে এআইয়ের প্রভাব পড়তে পারে
১৯৮৬ সালে ‘অ্যান’ নামের একজন ডাটা এন্ট্রি কর্মী দেখলেন তার ডেস্কে একটি আইবিএম পিসি এসেছে। এর এক বছরের মধ্যেই তার চাকরি হারিয়ে যায়। চার দশক পর ‘নাটালি’ নামে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লক্ষ করছেন, চ্যাটজিপিটি তার আগে লেখা পোস্টগুলো কয়েক সেকেন্ডেই তৈরি করে ফেলছে। কিন্তু তার চাকরি হয়তো অ্যানের চেয়েও দ্রুত হারিয়ে যাবে।
জুলাইয়ে মাইক্রোসফটের গবেষকদের প্রকাশিত প্রতিবেদনে এমন ৪০টি পেশার তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়তে পারে। সেখানে বিক্রয় প্রতিনিধি, অনুবাদক, প্রুফরিডারসহ বিভিন্ন জ্ঞানভিত্তিক পেশার নাম উঠে আসে, যা এক আসন্ন কর্মসংস্থানের সংকটের ইঙ্গিত দেয়।
- ট্যাগ:
- মতামত
- কর্মসংস্থান