অভিনয় থেকে অর্গানিক ফার্মিং
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছয় বন্ধুর গল্প নিয়ে ‘সরি দীপান্বিতা’ নির্মাণ করেন স্বরাজ দেব। নাটকটি সে সময় তরুণদের আলোচনায় ছিল। নাটকের টাইটেল ট্র্যাকটি সম্প্রতি ইউটিউবে ২০ কোটি ভিউ পার করেছে। বাংলা নাটকের গানের মধ্যে যা সর্বোচ্চ। নাটকটির বিষয়ে জীবন বলেন, ‘২০১৩ সালে বন্ধুদের জমানো টাকায় এটি বানিয়েছিলাম। তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম। নতুন ছিলাম, তবু নিজের হাতে একটি গল্প তুলে ধরতে চেয়েছিলাম।’
‘সরি দীপান্বিতা’ নিয়ে সংগ্রাম
‘সরি দীপান্বিতা’র শুরুর যাত্রাটা মোটেও সুখকর ছিল না। জীবন বলেন, ‘৭০-৮০টা ডিভিডিতে কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতাম। ২০টির বেশি চ্যানেলে গিয়েছিলাম। কোনো চ্যানেল নিতে রাজি হয়নি। বলত—নায়ক–নায়িকা নতুন, পরিচিত কেউ নেই। সবাই ফিরিয়ে দিত। আর যারা চেয়েছিল, তারাও এমন টাকা দিতে চেয়েছিল যে আমরা আর দিইনি। ২০১৪ সালে নিজেরাই জিমেইল দিয়ে ইউটিউব খুলে আপলোড করি। তখন তো ইউটিউবের তেমন চল ছিল না। এখনের মতো ভাইরাল, ভিউ এসব ছিল না। তারপরও এত সাড়া পাব, কল্পনাতেও ছিল না। মজার কথা হলো নাটকটি জনপ্রিয়তা পাওয়া শুরু করলে আমাদের না জানিয়েই দুটি চ্যানেল এটি প্রচার করে। আমরাও আর কিছু বলিনি। মানুষ দেখুক।’
- ট্যাগ:
- বিনোদন
- অভিনয়
- অভিনয়শিল্পী