সিলেটে প্রথম টেস্টে ১৭১ রান করেছেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান। তবে এই ইনিংসটি তাঁকে টেস্টে বাংলাদেশের শীর্ষ ১০ ইনিংসে জায়গা করে দিতে পারেনি। মাহমুদুল আছেন ১১ নম্বরে। বাংলাদেশের ২৫ বছরের টেস্ট ইতিহাসের শীর্ষ ১০ ইনিংস খেলেছেন কারা—
মুশফিকুর রহিম—১৭৫*
২০২২ সালের ২৩ মে। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিনের ষষ্ঠ ওভারে মুশফিক যখন ব্যাটিংয়ে নামলেন, ১৬ রানে বাংলাদেশের নেই ৩ উইকেট। পরের ওভারেই স্কোরটা হয়ে যায় ২৪/৫।
সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে লিটন দাসকে নিয়ে গৌরবের সৌধ গড়লেন মুশফিক। সেদিন আর উইকেট হারায়নি বাংলাদেশ। পরের দিন লিটনের (১৪১) বিদায়ে যখন ভাঙল জুটি, বাংলাদেশের রান ২৯৬। ৩৫৫ বলে ১৭৫ রান করা মুশফিককে আউট করতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩৬৫ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত হারে ১০ উইকেটে।