একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না : কাদের সিদ্দিকী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ২১:২০

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিএনপি রাজনৈতিক দল, তার সঙ্গে ভালো থাকুক, খারাপ থাকুক প্রচুর মানুষ আছে। কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না। সামনে নির্বাচনটা চাই, সব মানুষের অংশগ্রহণে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। যে কোনো মানুষ যেন বলতে পারে আমি ভোট দিয়েছি।


শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটীতে কারামুক্ত সাবেকমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


কাদের সিদ্দিকী বলেন, সরকার সব সময় একপাক্ষিক কাজ করেছে। দুই-তিনমাস মেনে নেওয়া যায়। কিন্তু তারপর যা করছে সেটা সম্পূর্ণ একপাক্ষিক। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না, বঙ্গবন্ধুর ঘর-বাড়ি ভাঙা এটা মানায় না। বঙ্গবন্ধুর ট্যাচু ভাঙা তার জন্য সরকারিভাবে কোনো প্রতিকার করেন নেই। সরকারিভাবে এটা কি একতরফা না হয়ে কি দুতরফা বলা যায়? সরকার একতরফাভাবে কাজ করে চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও