ভারতের আধিপত্য বাংলার মানুষ আর গ্রহণ করবে না : তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যত নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পত্রিকায় দেখেছি, নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন। সেখানে কি আলোচনা হয়েছে, তা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে। জীবন ও রক্ত দিয়ে বাংলার মানুষ ভারতের আধিপত্যবাদকে তাড়িয়েছে, আর তারা এই আধিপত্য ও বশ্যতা কখনো গ্রহণ করবে না। এ সরকার যদি ভারতের অন্যায় দাবিতে নতি স্বীকার করে অথবা অন্যায় সিদ্ধান্তের প্রতি সাড়া দেয়, তবে তাদের ভবিষ্যত শুভ হবে না।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি সংস্কারের পক্ষে ভোট হয়, তাহলে শতকরা আশি ভাগ মানুষ আমাদের পক্ষে ভোট দেবেন। অন্তবর্তী সরকার তাদের ফাঁদে পা দিয়েছে। সরকার জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।
- ট্যাগ:
- রাজনীতি
- সৈয়দ আবদুল্লাহ মো. তাহের