‘আপনার ওপরে তো শুধু ব্র্যাডম্যান আর জর্জ হ্যাডলি’—সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পরই নাজমুল হোসেনকে উদ্দেশ করে বললেন এক সাংবাদিক। তাতে যেন একটু লজ্জাই পেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বিনয়মিশ্রিত কণ্ঠে ‘ক্যারিয়ার সবে তো শুরু...’ বলে বোঝালেন সেটাও।
কিন্তু রেকর্ডের পাতায় ব্যাপারটা সত্যিই। টেস্টে পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর সেঞ্চুরি করার শতাংশে শুধু এ দুই কিংবদন্তিই নাজমুলের ওপরে। ৩৮ টেস্টে ১৩ বার পঞ্চাশ পেরিয়ে যাওয়া ইনিংসে ৮ বারই সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের নাজমুল, ৬১.৫৪ শতাংশ ফিফটিকে পরিণত করেছেন এক শতে।