বিহারে বিজেপি জোটের কাছে কংগ্রেস–আরজেডির ভরাডুবি
প্রথম আলো
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:১৩
কয়েক দিন আগেও যাঁর শারীরিক ও মানসিক হাল নিয়ে প্রশ্ন উঠছিল, সেই নীতীশ কুমারই দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আজ শুক্রবার বিকেল পর্যন্ত গণনার গতিপ্রকৃতি অপরিবর্তিত থাকলে ২৪৩ আসনবিশিষ্ট বিধানসভায় নীতীশ নেতৃত্বাধীন এনডিএ জোট দুই শতাধিক আসনে জয়ী হতে চলেছে।
এই বিপুল জয়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষাতেও ছিল না। দুটি সংস্থা এনডিএ ও বিরোধীদের মহাজোটের মধ্যে ক্ষুরধার লড়াইয়ের আভাস দিয়েছিল। বাকিদের সমীক্ষার ইঙ্গিত ছিল এনডিএর পক্ষে। তাদের হিসাবমতো, এনডিএ জোটের পাওয়ার কথা ১৩০ থেকে ১৬৭ আসন।
অথচ দেখা গেল, ২০ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও নীতীশের ভাবমূর্তি অমলিন। সমর্থনে ভাটা পড়া তো দূরের কথা, বরং বেড়েছে। ২০১০ সালে জেডিইউ ও বিজেপি জোট পেয়েছিল ২০৬ আসন। সর্বশেষ খবরে ১৫ বছর পর এনডিএ জোট এবারও সেই ২০৬ আসনে জিততে চলেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিজেপি
- বিজেপি নেতা