You have reached your daily news limit

Please log in to continue


আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে পাঁচ হাজার ২৪৮ টাকা বেশি গুনতে হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট স্বর্ণ দুই লাখ চার হাজার তিন টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৪৫ হাজার ৫২০ টাকায় বিক্রি হবে।

গতকাল বৃহস্পতিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ আট হাজার ৪৭১ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪১ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন