মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। দিনে কয়েকশ কোটি মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে সারাদিন অসংখ্য মেসেজ আসছে। নিরাপত্তার দিক তো খেয়াল রাখতেই হবে। এজন্য অনেকে লম্বা, জটিল পাসওয়ার্ড ব্যবহার করেন। অনেক সময় এমন হয় যে ভুলে যায় সেই পাসওয়ার্ড।
এই সমস্যা সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ তার ইউজারদের জন্য পাসকি ফিচার চালু করেছে, যা চ্যাট ব্যাকআপগুলোকেও অত্যন্ত নিরাপদ করে তুলেছে। এখন লম্বা পাসওয়ার্ড বা জটিল ৬৪-সংখ্যার পাসওয়ার্ড মনে রাখার দরকার নেই, কারণ আঙুলের ছাপ, ফেস রেকগনিশন বা স্ক্রিন লকের সাহায্যে সহজেই এই কাজটি সম্পন্ন হবে।
এই ফিচার চালু হওয়ার আগে যদি কেউ গুগল ড্রাইভ বা আইক্লাউডে চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করতে চাইতেন, তাহলে একটি পৃথক পাসওয়ার্ড বা কি তৈরি করতে হত। যদি কেউ তা ভুলে যেতেন, তাহলে ব্যাকআপ পুনরুদ্ধার করা অসম্ভব ছিল। কিন্তু এখন, পাসকি-ভিত্তিক এনক্রিপশন সব কিছু সহজ করে তুলবে।
এটি সরাসরি ফোনের বায়োমেট্রিক সুরক্ষার সঙ্গে সংযুক্ত হয়। ব্যাকআপ লক বা আনলক করার জন্য কেবল একটি ট্যাপ বা একটি ফেস জেস্চারই যথেষ্ট। কারণ হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সিস্টেম যথেষ্টই শক্তিশালী।