১ হাজার ৭৭টি মোমবাতি জ্বেলে হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা
গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গাজীপুরের নুহাশপল্লীতে তার পরিবার, শুভানুধ্যায়ী এবং ভক্তরা মিলিত হয়ে লেখককে স্মরণ করেন।
সকালে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। সেখানে লেখকের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরবর্তী সময়ে নুহাশপল্লীতে এক হাজার সাতাত্তরটি মোমবাতি প্রজ্বলন করা হয়। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কেক কাটা হয়।
প্রতিবারের মতো এবারও হুমায়ূন আহমেদের পরিবার, তার ভক্ত, কবি, লেখক এবং নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচু তলায়। লেখকের প্রিয় চরিত্র হিমুর হলুদ পাঞ্জাবিতে ভক্তরা এসে তাদের ভালবাসা প্রকাশ করেন। অনুরাগীরা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি বিভিন্ন অভিযোগও তুলে ধরেন।