পুঁজিবাজারে একদিনে বছরের দ্বিতীয় সর্বোচ্চ পতন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে, তার চেয়ে ২৩ গুণ বেশি সংখ্যকের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে।


এর মধ্যে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ১২৩ পয়েন্ট কমেছে, যা একদিনের বিবেচনায় সূচকটিতে বছরের দ্বিতীয় সর্বোচ্চ পতন। এই পতনে সূচকটি অবস্থান সাড়ে ৪ মাস পিছিয়ে গেছে। তবে এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণ আজ কিছুটা বেড়েছে।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন অধিকাংশ সিকিউরিটিজের দরপতন ও সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনেও ভাটা পড়েছে।


বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১৫টির। বিপরীতে কমেছে ৩৫২টির। দরবৃদ্ধির তুলনায় দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর সংখ্যা ২৩ দশমিক ৪৬ গুণ বেশি। এদিন ১৭টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৮৮টি, ‘বি’ ক্যাটাগরির ৭৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৮৭টি শেয়ার ও ইউনিট রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও