যে ৭টি মডার্ন ডেটিং স্ল্যাং না জানলে বর্তমান প্রজন্মকে বুঝবেন না

প্রথম আলো প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫২

জেন–জির ডেটিং ডিকশনারিতে ক্রমাগত যুক্ত হচ্ছে নতুন শব্দ। সেসব শব্দ না জানলে আপনি নতুন প্রজন্মের ভাষা বুঝবেন না। তাঁদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না। তাই চলুন জেনে নেওয়া যাক ৭টি মডার্ন ডেটিং স্ল্যাং।


১. শ্রেকড (Shrekked)


নিজের চেয়ে কম যোগ্যতার, কম সামাজিক স্ট্যাটাস বা কম অর্থনৈতিক স্ট্যান্ডার্ডের কাউকে ডেট করে তাঁর কাছ থেকে অবহেলিত হওয়া, কষ্ট পাওয়া, প্রতারিত হওয়া বা বঞ্চনার শিকার হওয়া।


২. কাফিং (Cuffing)


অল্প সময়ের জন্য কোনো সম্পর্কে জড়ানো। সাধারণত ৬ মাস টেকে। সিঙ্গলরা শীতের সময়টা পার করার জন্য উভয়ের সম্মতিতে এ রকম সম্পর্কে জড়ায়।


৩. অরবিটিং (Orbiting)


এককথায় ‘শেষ হইয়াও হইল না শেষ’। সম্পর্ক আপনি আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন। তবে এখনো আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত আছেন। আপনি তাঁর ‘মাই ডে’ দেখেন। মাঝেমধ্যে হয়তো ছবিতে রিঅ্যাক্টও করেন।


তবে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্দেশ্য বা সম্ভাবনা নিয়ে নয়। ‘এমনিতেই’ আপনি তাঁর ‘অববিট’ বা কক্ষপথে ঘোরাফেরা করেন। ‘গোস্টিং’ করার পর লুকিয়ে ইনস্টাগ্রাম পোস্ট দেখাও অরবিটিংয়ের মধ্যে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও