ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ে 'টাকা আত্মসাৎ', এমডিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে
খুলনার আড়ংঘাটা বাজারে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র ‘মুনমানহা’ নামের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রাহকদের প্রায় ৯৫ লাখ টাকা "আত্মসাৎ' করার অভিযোগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেছেন তাদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, “খুলনায় দুদকের গণশুনানিতে অভিযোগটি পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হয়।
“যাদের অর্থ আত্মসাৎ করা হয়েছে, তারা সবাই নিতান্তই দরিদ্র ও প্রান্তিক শ্রেণির মানুষ।”
দুদক যাদের আসামি করে মামলা করতে যাচ্ছে তাদের মধ্যে ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন এর নাম রয়েছে বলে জানান এক কর্মকর্তা।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনের তথ্য বলছে, ২০১৮ সালের ১৮ অক্টোবর এস এম সোহেল মাহমুদ ‘মুনমানহা’ নামের এজেন্ট ব্যাংকিং শাখা পরিচালনার অনুমোদন পান। স্থানীয় স্বল্পশিক্ষিত, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীই ছিলেন শাখাটির মূল গ্রাহক। তারা নিয়মিত ব্যাংক হিসাব খোলা, অর্থ জমা-উত্তোলন, ইউটিলিটি বিল পরিশোধ ও মেয়াদি আমানত সংরক্ষণসহ বিভিন্ন সেবা গ্রহণ করতেন।