আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:২৯
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। চলতি নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা।
অন্যদিকে, চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ভিনিসিয়ুস-ক্যাসেমিরোদেরর এবারের প্রতিপক্ষ সেনেগাল ও তিউনিসিয়া। কবে এবং কখন এই ম্যাচগুলো দেখা যাবে এক নজরে দেখে নেয়া যাক।
আগামীকাল (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। আফ্রিকার দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে।