রাজধানীর মিরপুরে বাসে অগ্নিসংযোগ
রাজধানী ঢাকার মিরপুর ১ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাফিক মিরপুর বিভাগের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এক বার্তায় জানিয়েছে, আজ বুধবার দুপুর আনুমানিক ১টা ৩ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।
ট্রাফিক বিভাগ বলেছে, মিরপুর ১ নম্বরে সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে অগ্নিসংযোগকারীর পরিচয় জানা যায়নি। আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়েছে।