১৪ দলকে ইসির সংলাপে চায় না গণ অধিকার পরিষদ

ডেইলি স্টার প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৬:০২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি শরিক ১৪ দলের অন্যদের নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।


আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এ আহ্বান জানায়। 


সিইসির সঙ্গে দেখা করার পর রাশেদ খান সাংবাদিকদের বলেন, নিবন্ধনের দোহাই দিয়ে ১৪ দলকে নির্বাচন কমিশনের নির্বাচনী সংলাপে ডাকা উচিত হবে না। 


তিনি বলেন, জাতীয় পার্টি একটা মরা দল। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা আলোচনায় থাকতে নানা কথা বলছে। 


ইসিতে জমা দেওয়া লিখিত আবেদনে গণ অধিকার পরিষদ বলেছে, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু ওই সরকারের পতনের পরও ফ্যাসিবাদের আস্ফালন বন্ধ হয়নি। এক মাস ধরে আওয়ামী লীগ ও তাদের দোসররা নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও