বৃহস্পতিবার সারা দেশে সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল
ডেইলি স্টার
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৫:২২
নাশকতা রোধে সারা দেশে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।
আজ বুধবার দলগুলোর পক্ষে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আট দলীয় জোটের নেতাকর্মীরা আগামীকাল সারা দেশে 'ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে' সড়কে অবস্থান নেবেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচি দেওয়ায় এই ঘোষণা এলো।
মুজিবুর রহমান আরও বলেন, 'আমরা সব দেশপ্রেমিক ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে আমাদের সঙ্গে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি।'
অন্যদিকে, পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ও সমমনা আটটি দল।
- ট্যাগ:
- রাজনীতি
- নাশকতা রোধ
- অবস্থান কর্মসূচি