নতুন আইওএস ভার্সনে আইফোন লক স্ক্রিনের ঘড়ি বড় করবেন যেভাবে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৩:২৮

অ্যাপল এর ব্যবহারকারীদের জন্য আইফোন কাস্টমাইজ করার সুযোগ আরও বাড়াচ্ছে। আইওএস ২৬-এর অন্যতম নতুন একটি ফিচার হলো লক স্ক্রিনের ঘড়ি ‘স্ট্রেচ’ বা প্রসারিত করার সুবিধা।


এই ফিচারটি সময় দেখানোর নিকশাকে আরও বড়, আধুনিক এবং নজরকাড়া করার সুযোগ দেয়। ব্যবহারকারী চাইলে ছোট সাধারণ ডিজাইন রাখতে পারেন বা বড় ঘড়ি দিয়ে ড্রামাটিক লুক পেতে পারেন।


প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, নতুন এই অপশনকে অ্যাপল ‘অ্যাডাপ্টিভ টাইম’ নামে ডেকে থাকে। এটি লক স্ক্রিনের স্ট্যাটিক বা স্থির ঘড়িকে একটি ফ্লুইড এবং রেসপন্সিভ হিসেবে পরিবর্তন করে। শুধু স্ক্রিনের ছোট একটি হ্যান্ডল টেনে ধরে ঘড়ি বড় বা ছোট করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও