জর্জিয়ায় বিমান দুর্ঘটনায় ২০ সেনা নিহত হয়েছে: তুরস্ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৩:২৫

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জর্জিয়ায় তাদের সামরিক বাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনায় ২০ সেনা নিহত হয়েছেন।


মঙ্গলবার তুরস্কের উদ্দেশে আজারবাইজন থেকে রওনা হওয়া কিছুক্ষণের মধ্যে প্রতিবেশী জর্জিয়ার পাহাড়ি অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি সি-১৩০ পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নির্ধারণ করতে তদন্ত চলছে।


রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের পর থেকে এটি তুরস্কের সামরিক বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তার কোনো কারণ নির্দেশ করেনি আঙ্কারা। শুধু জানিয়েছে, তুরস্ক ও জর্জিয়ার কর্তৃপক্ষগুলো ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও